‘‘আদালতের আদেশ আমাদের পালন করতেই হবে’’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : উচ্চ আদালতের নির্দেশে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘‘আদালতের আদেশ আমাদের পালন করতেই হবে।’’

আদালত ভোট গ্রহণের পক্ষে রায় দিলে নির্ধারিত দিনে ভোট গ্রহণ সম্ভব কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘ তাহলে আমাদের তারিখ (ভোটগ্রহণের) পরিবর্তন করতে হবে। ১৫ মে নির্বাচন করা আমার মনে হয়- সম্ভব হচ্ছে না। তারপরও দেখি- আদালত কী নির্দেশ দেন। আদালত যদি বলেন ১৫ তারিখ নির্বাচন করতেই হবে। তখন আমরা যেভাবেই হোক সেটা করব। আদালতের আদেশ পালন করতেই হবে।’’

তিনি বলেন, ‘‘এখন এত ক্রিটিক্যাল সময় হয়ে গেছে, আমি মনে করি আজকেও যদি একটা সিদ্ধান্ত আসত তাহলেও হতো। আমরাও আপিলের জন্য উকিল নিয়োগ করেছি।’’

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানে কথা ছিল ১৫ মে। গত রোববার উচ্চ আদালত নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে মেয়রপ্রার্থীরা আপিল করেছেন। আজ বুধবার সেই আপিলের শুনানি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে একটা আদেশ আসতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার আজ বুধবার গাজীপুর জেলা নির্বাচন অফিস পরিদর্শন এবং জেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে দুপুরে সাংবাদিকদের এ সব কথা বলেন।

কে এম নুরুল হুদা বলেন, ‘‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের আগে আমরা একেবারে বিষয়টি জানি না। যে দিন শুনানি হয়, সেই দিনও নির্বাচন কমিশন বিষয়টি জানে না। মাননীয় উচ্চ আদালত বিচার বিশ্লেষণ করে আদেশ দিয়েছেন। এই আদেশ যে প্রতিষ্ঠান হোক না কেন, আমরা পালন করতে বাধ্য। আদেশ আমরা পালন করব।’’

এ সময় অন্যদের মধ্যে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল, জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির, জেলা নির্বাচন অফিসার মো. তারিকুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।