
নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এক-এগারোর সময়ে যেমন রাজনীতিবিদ, জাতীয় সংসদকে হেয় করা হয়েছিল, ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণেও তাই করা হয়েছে। তিনি বলেন, এক-এগারোর কুশিলবরা আবারও সক্রিয় হয়ে উঠেছে।
সোমবার দুপুরে খাদ্য ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, আদালতের কাঁধে ভর করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। সোজা পথে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে জেনে না বিএনপি ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চায়। কিন্তু ষড়যন্ত্রে কাজ হবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধু হত্যা মামলার বিভিন্ন সাক্ষ্য প্রমাণে এ তথ্য উঠে এসেছে। কিন্তু তিনি মৃত হওয়ায় তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি।
খাদ্যমন্ত্রী বলেন, দেশে ভয়াবহ বন্যার হাতছানি দেখতে পাচ্ছি। তাই আগাম প্রস্তুতি হিসেবে আমাদের খাদ্য ঘাটতি না থাকলেও চাল আমদানি করে খাদ্য মজুদ বাড়ানো হচ্ছে।
আসন্ন দুর্যোগকালীন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাবধানতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
খাদ্যসচিব মো. কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. বদরুল হাসান বক্তব্য রাখেন।