বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলা প্রত্যাহার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের পৃথক দুই মামলায় মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে অব্যাহতি দেন আদালত।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালত এই আদেশ দেন। পরে মির্জা আব্বাস কান্না করে বলেন, অনেক হয়রানি ও নির্যাতনের স্বীকার হয়েছি। অবশেষে আজ ন্যায় বিচার পেলাম।
তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার আমাদের জীবন শেষ করে দিয়েছে। বহু নেতাকর্মীর জীবন শেষ করে দিয়েছে। অনেকে জেলে মারা গেছেন। বহু পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার পরিবার ধ্বংস হয়ে গেছে।
বিএনপির এ নেতা আরও বলেন, আল্লাহর বিচার থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আজ আল্লাহর রহমত বর্ষিত হয়ছে। তাদের বিচার আমি চাই। তাদের আমি ক্ষমা করতে পারব না।