
বিএনপিনেতা এবং ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আদালতে তাঁর জামিন বিষয়ক শুনানি হবে।
আজ বুধবার ১১টা ৪০ মিনিটে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণের সময় ইশরাককে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি গাড়ি পোড়ানোর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক নম্বর আসামি।
পরে দুপুরে ইশরাককে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতে হাজিরের তথ্য জানিয়েছেন সিএমএম আদালতের হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ।