সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গোয়েন্দা পুলিশের হাতে আটক জেএমবির আত্মঘাতী দলের তিন নারী সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালতে তারা স্বীকারোক্তি প্রদান করেন।
স্বীকারোক্তি দেওয়া নারী জেএমবি সদস্যরা হলেন, সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার পশ্চিম বড়ইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা খাতুন (৪৫), তার দুই মেয়ে সাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬)।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, ওই তিন নারী জেএমবি সদস্যকে আদালতে হাজির করা হলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আগামী ৬ অক্টোবর তাদের আদালতে হাজির করা হবে।
গত ৫ সেপ্টেম্বর ভোররাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম বড়ইতলা থেকে আটক করা হয় জেএমবির আত্মঘাতী দলের চার নারী সদস্যকে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক ইয়াছিন আরাফাত বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।