আদিবাসী নারীর অধিকার প্রতিষ্ঠার দাবি

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তা, খাদ্য, সম্পদ, শিক্ষা ও ভূমির ওপর গ্রামীণ আদিবাসী নারীর অধিকার প্রতিষ্ঠায় ছয় দফা দাবি জানিয়েছে তিনটি সংগঠন।

সংগঠন তিনটি হলো, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), নিজেরা করি ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গ্রামীণ নারীর জমি-জলা-খাদ্যের অধিকার ও কৃষি ব্যবস্থা শীর্ষক সেমিনারে এ দাবি জানায় সংগঠন তিনটি।

সেমিনারে বক্তারা বলেন, আদিবাসীদের জুমচাষের ভূমি রিজার্ভ ফরেস্ট ঘোষণা করার কারণে জুমচাষের উপযোগী ভূমি হ্রাস পেয়ে আদিবাসী জীবন জীবিকার ওপর বিরাট প্রভাব পড়েছে। পাহাড়ি ছড়া ও ঝর্ণার পানি হ্রাস পেয়েছে। ফলে গ্রামের নারীদের দূরের কোনো ঝর্ণা থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এদিকে দুর্নীতিগ্রস্ত বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ও বনদস্যু মিলে রিজার্ভ ফরেস্টের গাছ কেটে অন্যত্র পাচার করলে আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অযথা হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, আদিবাসী নারী শিক্ষার্থীরা স্কুলে আসা যাওয়ার সময়, ঝর্ণা বা গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে কাজে যাওয়ার সময় সেটেলার বাঙালিরা তাদের ধর্ষণ ও নির্যাতন করে। এ ছাড়া সেটেলার বাঙালিদের সাম্প্রদায়িক হামলার কারণে গ্রামীণ আদিবাসী নারী ও শিশু হত্যাসহ বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে।

আদিবাসী নারী সমাজ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলে বক্তারা বলেন। পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলের গ্রামে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য সুবিধা নেই। তাই চিকিৎসার অভাবে সন্তান প্রসবের সময় বহু গ্রামীণ নারী মারা যাচ্ছে। নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে।

এ সময় বক্তারা আদিবাসী নারী অধিকার প্রতিষ্ঠায় সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো- সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ আদিবাসী নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া, পার্বত্য চুক্তি অনুযায়ী সব অস্থায়ী ক্যাম্প প্রত্যাহার করা।