আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত

বাগান থেকে গৃহবধূর লাশ উদ্ধার
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নের ঝগড়দিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সংঘর্ষের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করেছে।
গুরুতর আহতরা হচ্ছেন- ওহাব মোল্লা (৫৫), হালিম মোল্লা (৬০), আলিম মোল্লা (৫০), হায়াত আলী খান (৬০), ধলা মিয়া (৫২), শহিদুজ্জামান (৩৫), শামীম খান (২২), মনিরুল মোল্লা (৩৫), রহিমা খাতুন (২৮), হিরন মোল্লা (৪০), পিন্টু মোল্লা (২৭) ও ডালিম মোল্লা (৩২)।
এদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) শাখাওয়াৎ হোসেন জানান, ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে