কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার সকালে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝাউদিয়া গ্রামের ইমান আলী (৩৫) ও শাহাবুদ্দিন (৫৫)। গুরুতর আহতদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দালপুর ক্যাম্পের ইনচার্জ আতিকুর রহমান জানান, সকালে সুজা মেম্বার ও মজিদ মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ফলাবিদ্ধ হয়ে ঘটনাস্থলে ইমান আলী (৩৫) নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন সাহাবউদ্দিন (৫৫) নামে একজন মারা যায়।
তিনি আরো জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।