
আধুনিক জীবন ছুটে চলেছে সময়ের সঙ্গে। এতটাই ব্যস্ত যে, রোজকার জীবনের পথে ছড়িয়ে থাকা সুন্দরকে চোখেই পড়ে না। অথচ আনাচে কানাচে, চার পাশ জুড়ে, ঘাসের আগায় লেগে থাকা শিশির বিন্দু থেকে শুরু করে ছাদের কোনায় গজিয়ে ওঠা ছোট্ট জংলা ফুলগাছে, সর্বত্রই আমাদের জন্য মেলে রাখা আছে অপার সৌন্দর্যের ডালি। দেখার সময় আমাদের ক’জনেরই বা রয়েছে। কিন্তু কারও কারও তো আছে বটেই। জাপানি শিল্পী তাসুয়া তানাকা প্রতি দিন সেই সুন্দরকে আবিষ্কার করে চলেছেন। নিজের মতো করে সেটিকে সাজিয়ে নিয়ে গোটা বিশ্বের চোখে তুলে ধরেছেন তাঁর সৃষ্টিকে। তানাকার প্রতিদিনের এই অন্বেষন এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছে। ইতিমধ্যে ২০১৭ সালের একটি ক্যালেন্ডার বার করেছেন, যেখানে আমাদের জীবনযাত্রাকে নিয়ে ৩৬৫টি ছবি তুলে ধরেছেন। তবে, একটু অন্য ভাবে। অন্য ধারায়। ২০১১ সাল থেকে ‘টয় স্টোরি’-কে নিয়ে গবেষণা করে চলেছেন তাসুয়া তানাকা। চলুন কাজের ফাঁকে এক বার ডুব মেরে আসি সেই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে, যেখানে গালিভারের মতো আপনিও খুঁজে পাবেন লিলিপুট বাসিন্দাদের।