আধুনিক সমাজে উত্তরোত্তর বাড়ছে বিবাহ বিচ্ছেদের সমস্যা

বিশেষজ্ঞেরা বলছেন, আধুনিক সমাজে উত্তরোত্তর বাড়ছে বিবাহ বিচ্ছেদের সমস্যা। সংসারে বাড়ছে অশান্তি, মনোমালিন্য। টুকিটাকি হোক বা গুরুত্বপূর্ণ সমস্যা— বিয়ে পরবর্তী হাজার ঝামেলায় জেরবার আধুনিক দাম্পত্য। যার ফল, অবাঞ্ছিত বিবাহ বিচ্ছেদ। বিশেষজ্ঞেরা বলছেন, এই ক্রমবর্ধমান সমস্যা থেকে মুক্তি পেতে স্বামী-স্ত্রী উভয়েরই দরকার কাউন্সিলিংয়ের। আজকাল সুস্থ-স্বাভাবিক ভাবে বিয়ে টিকিয়ে রাখতে সমাজে বাড়ছে ‘ম্যারেজ কাউন্সিলিং’এর গুরুত্ব। কী এই ‘ম্যারেজ কাউন্সিলিং’?