নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের চৌরাস্তা মোড় এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন রাশেদুল ইসলাম স্বপন ও হুদায়ছা।
শনিবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌরাস্তা মোড় এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র্যাব-১।
আজ দুপুরে উত্তরায় র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।