বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে আলিয়া ভাটের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু বন্ধু হওয়ার পরও আনুশকার কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী আলিয়া ভাট। তবে কোনো অপরাধের জন্য ক্ষমা চাননি তিনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আলিয়া। এই শোয়ের রীতি অনুযায়ী গল্প করতে করতে অতিথির অজানা কাহিনি, অনেক গোপন কথা ফাঁস হয়ে যায়। এ সময় ক্ষমা চান আলিয়া।
শো চলাকালে আলিয়াকে কণ্ঠস্বর পরিবর্তন করে ক্রিকেটের ধারাভাষ্য দিতে অনুরোধ করা হয়। কিন্তু ধারাভাষ্য শুরুর আগে আনুশকার কাছে ক্ষমা চেয়ে নেন আলিয়া ভাট। তারপর বিরাটের নাম উচ্চারণ করে কমেন্ট্রি শুরু করেন তিনি। ধারাভাষ্যে আনুশকা-বিরাটের নাম একসঙ্গে উচ্চারিত হবে। এতে আনুশকা যাতে রাগ না করেন এ জন্য শুরুতে ক্ষমা চান আলিয়া ভাট।