বিনোদন ডেস্ক : করণ জোহর পরিচালিত আলোচিত সিনেমা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। সম্প্রতি এ সিনেমার ‘দ্য ব্রেক আপ সং’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।
এই গান দেখে আনুশকার প্রেমে পড়েছেন পরিণীতি চোপড়া। এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে পরিণীতি এক টুইট বার্তায় লেখেন, ‘দ্য ব্রেক আপ সং এ আনুশকাকে এত মিষ্টি, আদুরে লাগছে যে, গানটি দেখার সময় তার ওপর থেকে চোখ সরাতে পারছিলাম না। তার প্রেমে পড়েছি। যাকে বলে গার্ল ক্র্যাশ।’
পরিণীতির টু্ইট বার্তাটি চোখ এড়ায়নি আনুশকার। তাই তাকে ধন্যবাদ জানিয়ে এর উত্তরে আনুশকা টুইট করেন, ‘তুমিও কম সুন্দর নও।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশিত গানটি ইতিমধ্যে ৯২ লাখের বেশিবার দেখা হয়েছে। এই গানে বলিউডের বেশ কিছু স্টারকে দেখা যাবে। প্রকাশিত গানে দুই/একজন স্টারকে দেখা গেলেও প্রেক্ষাগৃহের পর্দায় লিজা হেডেন, শ্রীদেবী, অলিয়া ভাটসহ অনেককেই দেখা যাবে।
দেখুন : ‘দ্য ব্রেক আপ সং’