আনুশকা-পরমব্রত জুটি বেঁধে আসছেন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। জনপ্রিয় অনেক অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এবার জুটি বাঁধতে যাচ্ছেন টলিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জির সঙ্গে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

‘পরী’ শিরোনামের সিনেমায় দেখা যাবে আনুশকা-পরমকে। সিনেমাটি আনুশকা শর্মা প্রযোজনা করছেন। আনুশকা প্রযোজিত এটি তৃতীয় সিনেমা। এটি পরিচালনা করছেন প্রসিত রায়।

এ প্রসঙ্গে আনুশকা শর্মা বলেন, ‘পরী সিনেমার চিত্রনাট্য চমৎকার। আমার অনেক পছন্দ হয়েছে। এই মিশনে পরিচালকের দৃষ্টিভঙ্গির উপর পুরো ভরসা রাখছি।’

পরমব্রত তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘পরী সিনেমাটির চিত্রনাট্য ও টিম আমার খুব পছন্দ হয়েছে। এবং আনুশকা শর্মার সঙ্গে কাজ করতে আগ্রহী।’

আগামী জুন মাসে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।