আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারা সাব-রেজিস্ট্রার জোবাইর হোসেনের ‘সীমাহীন দুর্নীতি ও অনিয়ম’-এর প্রতিবাদে এবং তা বন্ধের দাবিতে গত ২০ অক্টোবর ২০২৫ ইং তারিখ থেকে লাগাতার কলম বিরতি পালন করছে আনোয়ারা দলিল লেখক সমিতি। সাব-রেজিস্ট্রারের ঘুষ বাণিজ্য, বেপরোয়া অনিয়ম ও হয়রানির কারণে সাধারণ সেবা গ্রহীতা এবং দলিল লেখকরা চরমভাবে অতিষ্ঠ বলে অভিযোগ করেছেন তারা।
আনোয়ারা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম মুন্সি সাংবাদিকদের জানান, সাব-রেজিস্ট্রার জুবায়ের হোসেনের বিরুদ্ধে অসংখ্য অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার মূল অভিযোগগুলো হলো:
ঘুষ ছাড়া দলিল নয়: অভিযোগ রয়েছে, ঘুষ ছাড়া তিনি কোনো দলিলই সম্পাদন করেন না।
অতিরিক্ত অর্থ আদায়: নামের আংশিক ভুল থাকলে প্রত্যয়নপত্র দেখানোর পরেও ৮ থেকে ১০ হাজার টাকা গুনতে হয়।
দানপত্র/পাওয়ার অব আ্যটর্নি দলিলের ক্ষেত্রে বাধা: দানপত্র, পাওয়ার অব আ্যটর্নি দলিলের আইনি বিধান থাকলেও তিনি বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা ছাড়া দলিল রেজিস্ট্রেশনে অপারগতা প্রকাশ করেন।
পাওয়ার মুলে দলিল হস্তান্তরে ঘুষ: পাওয়ার মুলে দলিল হস্তান্তর করতে গেলে পৃথক পৃথক দলিল রেজিস্ট্রেশনের জন্য প্রতি দলিলে আবারও ১০ থেকে ১৫ হাজার টাকা দাবি করেন।
ঘুষের টাকা আদায়ের কৌশল: অফিসের রেকর্ডরুমে সরকারি স্টাফ ছাড়া অন্য কারো টাকা নেওয়া ও প্রবেশ নিষিদ্ধ থাকলেও তিনি নিয়ম-নীতি না মেনে ঘুষের টাকার ভাগ দিয়ে দৈনিক মজুরি ভিত্তিক কাজ করা ঝাড়ুদারকে দিয়ে দলিলের বিভিন্ন জালিয়াতি সহ ঘুষের টাকা আদায় করান।
ইব্রাহিম মুন্সি আরও বলেন, “সাধারণ মানুষের মুখে মুখে এমন সাব-রেজিস্ট্রার আনোয়ারার মানুষ কখনো দেখেনি। বেপরোয়া অনিয়ম, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির কারণে সাধারণ সেবা গ্রহীতা থেকে শুরু করে দলিল লিখকরা এমনকি ঐ অফিসের সকল কর্মচারীরা পর্যন্ত অতিষ্ঠ।”
তিনি জানান, এসব অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবিতেই গত ২০/১০/২০২৫ইং তারিখ হতে আনোয়ারা দলিল লেখক সমিতি কলম বিরতি পালন করছে। “যতদিন সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতি বন্ধ হবে না, ততদিন জনস্বার্থে আমাদের এই কর্মসূচি পালন করে যাব,” দৃঢ়তার সাথে জানান সাধারণ সম্পাদক।
এ বিষয়ে আনোয়ারা সাব-রেজিস্ট্রার জোবায়ের হোসেনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, বিষয়টি নিয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা সাব-রেজিস্ট্রার জামিরুল রহমান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত এর ব্যবস্থা নেয়া হবে।”


