
ক্রাইম প্রতিবেদকঃ আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের সৈয়দ আজহার উদ্দিন সড়কের মোড়ে ইলিয়াছ এর দোকানের সামনে থেকে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ওরফে ফডি জাহাঙ্গীর ( ৪২) কে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।
গতকাল ১৯ শে জুলাই বৃহস্পতিবার রাত ৯.১৫ মিনিটের সময় এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম খোর্দ্দ গহিরা চিপাতরীর ঘাট এলাকার মৃত নুর সোবহানের পুত্র বলে জানা যায়। অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা থানার ওসি ( তদন্ত) মাহবুব মিল্কী, এএসআই রেজাউল করিম মামুন, এএসআই হান্নানসহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, সে তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৩,০০,০০০ টাকা।