আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস শুক্রবার (৯ ডিসেম্বর)

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস শুক্রবার (৯ ডিসেম্বর)। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই’।

২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। ২০০৪ সাল থেকে বিশ্বে প্রতি বছর এ দিবসটি পালিত হচ্ছে।

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ২০০৮ সাল থেকে দিবসটি পালন করছে। ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করার পর আন্তর্জাতিক অঙ্গনে দুর্নীতিবিরোধী অবস্থান গ্রহণ করে।

ত্রয়োদশতম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশেষ বাণী দিয়েছেন। প্রতি বছরের মতো এবারও দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বিভিন্ন কর্মসূচি পালন করবে।

শুক্রবার সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দীন আহমেদ দিবসটির উদ্বোধন করবেন।

এরপর তার নেতৃত্বে কমিশনের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় প্রেসক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন করবে। মানববন্ধন শেষে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রধান অতিথি, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জ্জী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ ছাড়া কমিশনের চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও খুলনা বিভাগীয় কার্যালয় এবং ২২টি সমন্বিত জেলা কার্যালয়ের মাধ্যমে মানববন্ধন ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দুদক।

দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে টিআইবি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখবেন।

এ ছাড়া দুপুরে ইয়েস সদস্য ও ইয়েস ফ্রেন্ডসদের মধ্যে অনুপ্রেরণা পুরস্কার বিতরণ ও দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে সংস্থাটি।