ক্রীড়া ডেস্ক: ২০১৫ সালেও আইভরিকোস্টকে আফ্রিকান নেশনস কাপের শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন ইয়াইয়া তোরে। জাতীয় দলের অনেক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তার। কিন্তু পারফরম্যান্সে বয়সের ছাপ লাগায় এবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছে আফ্রিকার বর্ষাসেরা প্রাক্তন এ তারকা।
আইভরিকোস্টের জার্সি গায়ে ১২ বছর দাপিয়ে খেলেছেন তোরে। দেশের হয়ে ১০২টি ম্যাচে অংশগ্রহণ করেছেন ৩৩ বছর বয়সি তারকা। দীর্ঘদিন প্রিয় দলের হয়ে খেলার পর নিজের অবসর নিয়ে তোরে বলেন, ’১৪ বছর সেরা পর্যায়ে থেকে পারফর্মের পর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিয়ে ফেলেছি আমি। অবসরের সিদ্ধান্ত নেওয়ায় আমার খারাপ লাগছে ।তবে আমি নিশ্চিত বিদায় বলার এটাই আমার উপযুক্ত সময়।’
তোরে নিজের আবেগী বক্তব্যে বলেন, ‘ফুটবল আমার জীবনের সবকিছু এবং এটি ক্যারিয়ারে আমাকে অনেক কিছুই দিয়েছে। যার জন্য আমি আইভরিকোস্ট দলকে কখনোই মন থেকে মুছতে পারবো না। আমার এ সিদ্ধান্তটি হঠাৎ চলে আসেনি। এটি আমার মাথার ভিতরে ক্রমেই পরিপক্ক হয়েছে। জাতীয় দলের প্রাণবন্ত গতিকে আমি কমিয়ে দিতে পারি না।’
২০০৪ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তোরের। দেশের জার্সি গায়ে তিনটি বিশ্বকাপে সাফল্যের সঙ্গে খেলেছেন ম্যানচেস্টার সিটির এ তারকা। সেই সঙ্গে ছয়টি আফ্রিকান নেশনস কাপের লড়াইয়ে অংশ নেন তোরে।