আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তুরাগ থানা কৃষকলীগ ও প্রলয় ফাউন্ডেশনের শ্রদ্ধা নিবেদন

রেজাউর রহমান চৌধুরীঃ আন্তর্জাতিক মাতৃভাষা, অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসে উত্তরা ফেন্ডস ক্লাব মাঠে ও মেরুল বাড্ডা আলসাতুস্নেছা গার্লস স্কুল মাঠে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তুরাগ থানা কৃষকলীগ ও বন্ধু প্রলয় ফাউন্ডেশন। এসময় তাদের সাথে ছিলেন তুরাগ থানা কৃষকলীগ সভাপতি ও বন্ধু প্রলয় ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সাজেদুল ইসলাম। তুরাগ থানা কৃষকলীগের সভাপতি মোঃ সাজেদুল ইসলাম বলেন; মায়ের ভাষা প্রাণের ভাষা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালে ৩০ লক্ষ্য শহীদের ও হাজারো মা-বোনদের আত্মত্যাগের বিনিময় অর্জিত হয় মায়ের ভাষা বাংলা ও বাংলাদেশ।

তাই বাংলা ভাষাকে আরো ছড়িয়ে দিতে ও বাংলা ভাষার সঠিক চর্চা করতে হবে।অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন; সহ-সভাপতি হারুন-অর-রশিদ, যুগ্ন- সাধারণ সম্পাদক শামসুল হক, অর্থ সম্পাদকঃ আল-আমিন সিকদার, সমবায় বিষয়ক সম্পাদক বকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ৫২নং ওয়ার্ড যুগ্ন আহবায়ক বিল্লাল হোসেন, হরিমাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক স্বাধীনুর রহমান, বন্ধু প্রলয় ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম, সভাপতি মেহেদি হাসান (বাপ্পী), সিনিয়ির সহ-সভাপতি ম ইউনুস, সাধারণ সম্পাদকঃ রুবেল ইসলাম শান্ত (বাবু), সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জয় ও ঢাকা মহানগর উত্তরের সকল নেত্রীবৃন্দ।