আন্তর্জাতিক সহনশীলতা দিবস পালিত

আজ ১৬ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক সহনশীলতা দিবস। জাতিসংঘের উদ্যোগে দিনটি প্রতিবছর শান্তি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে পালন করা হয়।

১৯৯৫ সালে ইউনেস্কোর সহনশীলতা ঘোষণাপত্র গৃহীত হওয়ার পর ১৯৯৬ সালে জাতিসংঘ দিবসটি স্বীকৃতি দেয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে আলোচনা সভা, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, মতভেদ ও ভিন্নতায় ভরপুর বিশ্বে সহনশীলতার চর্চা শান্তি প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রাখতে সকলের মাঝে সহনশীলতার মানসিকতা ছড়িয়ে দিতে হবে।

আয়োজকরা আশা করছেন, দিবসটি মানুষকে ঘৃণা, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে আরও সচেতন করবে এবং সহাবস্থানমূলক সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।