আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ খোলা রাখতে চায় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শিক্ষার্থীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মঙ্গলবার যারা নাশকতা তাণ্ডব করেছে, সেই সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষণায় আজ সারাদেশে চলছে ‘কমপ্লিট শাটডাউন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে সরকার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের অনড় অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে শিক্ষার্থীরা জানায়, তারা পড়ার টেবিলে ফিরতে চায়। সরকারের কাছ থেকে দৃশ্যমান পদক্ষেপ সমাধানের পথ তৈরি করতে পারে। শিক্ষার্থীরা বলছেন, আমাদের আন্দোলনের পাশাপাশি আলোচনার পথ ও খোলা থাকবে।

অনেক বিশ্লেষক মনে করছেন, এখনও কোটা সংস্কার নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, তা থেকে উত্তরণ সম্ভব। সরকার এবং কোটা সংস্কারের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে পরিস্থিতি উন্নতি করা সম্ভব।