আন্দোলনে শিক্ষক আমি একা: আসিফ মাহতাব

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ সমাবেশের প্রতিক্রিয়ায় সারাদেশে সংঘর্ষ চলমান। এরই মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এবার কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন ‘শরীফ থেকে শরীফা’ গল্পের পাতা ছিঁড়ে চাকরিচ্যুত হওয়া আলোচিত শিক্ষক আসিফ মাহতাব।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন তিনি।

আসিফ মাহতাব বলেন, ‘আমার কষ্ট লাগছে, এখানে এত ছাত্র-ছাত্রী কিন্তু শিক্ষক আমি একা। একজন শিক্ষক অভিভাবকের মতো। এতগুলো ছাত্র-ছাত্রী আছে, আমার কলিগদের উচিত ছিল তাদের পাশে থাকা।’

তিনি বলেন, ‘ছাত্রদের প্রটেকশনের আগে শিক্ষক যদি আগে আঘাত না পায়, তাহলে সে কিসের শিক্ষক? আপনাদের কিছু হওয়ার আগে আমার হওয়া উচিত।’