‘আন্দোলন প্রত্যাহারের সুযোগ নেই, তীব্র থেকে তীব্রতর হবে’

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম।

নুরুল ইসলাম বলেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আমাদের ঘরে ফেরার সুযোগ নেই। আন্দোলন চলবে। প্রত্যাহারের সুযোগ নেই। আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।

তিনি জানান, আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কর্মসূচি দেওয়া আছে। আজ যদি বিষয়টি সুরাহা না হয় তবে আগামীকালও কর্মসূচি অব্যাহত থাকবে।

নুরুল ইসলাম বলেন, আমরা শুনতে পেয়েছি সঙ্কট নিরসনে ৭ সদস্যের সচিব কমিটি গঠন করা হয়েছে। ভূমি সচিবকে প্রধান করা হয়েছে। তাদের সঙ্গে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, আমরা জেনেছি প্রধান উপদেষ্টা দেশের বাইরে যাচ্ছেন। তিনি দেশে বিদেশ যাওয়ার আগে যেন এই সঙ্কটের নিরসন করে যান। নতুবা ১৮ লাখ কর্মকর্তা কর্মচারী আন্দোলন অব্যাহত রাখবেন।