
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে একটি স্ট্যাটাসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন উমামা ফাতেমা। তিনি লিখেছেন, “আন্দোলন ও ভোটের সময়ই নারীরা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাকি সময়টা অপাংক্তেয়। ভোট উপলক্ষ্যে তাই কতিপয় প্রার্থী রাতারাতি ‘নারী জাগরণের অগ্রদূত’ হয়ে গেছেন। কিন্তু তারা আবার ‘নারী নেতৃত্ব’ কে দূর্বল মনে করেন।”
নারীর ভূমিকা ও নেতৃত্ব প্রসঙ্গে দেওয়া এ বক্তব্য ইতোমধ্যেই অনলাইনে নানা মহলে আলোচনার সৃষ্টি করেছে।