আপনাদের কী কোনো বড়ি প্রয়োজন?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের শিবিরের সঙ্গে মস্কোর কর্মকর্তাদের যোগাযোগের অভিযোগের ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ‘এটা অনেকটা হিস্ট্রিয়ার মতো এবং আপনারা তা বন্ধ করতে পারবেন না।’

ওয়াশিংটনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনাদের কী কোনো বড়ি প্রয়োজন? কারো কাছে কি বড়ি আছে? সত্যি করেই বলছি, তাদেরকে কেউ বড়ি দিন।’

শুক্রবার সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক ফোরামের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পুতিন মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে অনর্থক ও ক্ষতিকর বাক্য উচ্চারণ করা যুক্তরাষ্ট্রের বন্ধ করা উচিৎ।

মার্কিন নির্বাচনে রুশ হ্যাকারদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো যথার্থ প্রমাণ নেই বলেও দাবি করেন পুতিন। তিনি বলেন, ‘সাইবার বিশেষজ্ঞরা যে কোনো অভিযোগ ওঠাতে পারে এবং যে কাউকেই দোষারোপ করতে পারে।’