আপনাদের ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র নিচে রেখে দেন, আমরা পরিষ্কার করব: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, এই শহরে আমাদের সকলের বাঁচার অধিকার আছে। তাই বিনয়ের সঙ্গে বলব, আপনাদের ঘর থেকে অপ্রয়োজনীয় জিনিসপত্র নিচে রেখে দেন। আমরা পরিষ্কার করব।

বুধবার (২৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরে মশক নিধন অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, আমরা একটা নতুন ক্যাম্পেইন করতে যাচ্ছি। এই ক্যাম্পেইনে প্রতি শনিবার সকাল ১০টায় ১০ মিনিটের জন্য নগরবাসী নিজ নিজ বাসাবাড়ি এবং এর আশপাশের এলাকা পরিষ্কার করবেন।

ডেঙ্গুর লার্ভা থাকা বিভিন্ন স্থাপনার সবচেয়ে বেশি ছবি যে স্বেচ্ছাসেবক তুলে দেবেন তাকেও পুরস্কৃত করা হবে।

এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীর মিরপুরের রূপনগর এলাকা থেকে ডেঙ্গু বিরোধী চিরুনি অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চিরুনি অভিযানের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা।