নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষকদের উদ্দেশে বলেছেন ‘আপনাদের বেতন দ্বিগুণ বাড়ানো হয়েছে। কাজের প্রতিও দ্বিগুণ মনযোগী হওয়ার চেষ্টা করুন। ক্লাস যেন আনন্দময় হয় সেদিকে খেয়াল রাখবেন।’
মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্টের (সেকায়েপ) শ্রেণি শিক্ষকদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে প্রতিযোগিতা করতে হবে। জিপিএ-৫ নয় বরং সঠিক জ্ঞান অর্জনের প্রতি তাদের গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান গুণগত মান অর্জন করতে পারেনি। সরকার সেসব প্রতিষ্ঠানের মানোন্নয়নে কাজ করছে।
অনুষ্ঠানে সেকায়েপ প্রকল্প পরিচালক মাহমুদ-উল-হকের সভাপতিত্বে শিক্ষা সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।