
মানুষ চেনার তো অনেক উপায় আছে। কখনও হাতের আঙুল তো কখনও তিল, কত ভাবেই না মানুষকে চটজলদি চিনে নেওয়া যায়। এই উপায় অবশ্য কতটা ঠিক বা আদৌ ঠিক কি না সে নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে। সে সব বিতর্কে আর নাই বা গেলাম। বরং মানুষকে চিনে নেওয়ার আরও একটা উপায় দেখে নেওয়া যাক। মিলিয়ে দেখা যাক নামের প্রথম অক্ষর। আপনার নামের প্রথম অক্ষর কী? এ, বি না সি! নাকি অন্য কিছু?