দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের বিএনপি প্রার্থী ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ আপনার ভোট আপনি দিবেন-যাকে খুশি তাকে দিবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনাজপুর-৬ আসনে নিজ নির্বাচনী নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তবে দেশের পক্ষে যারা কাজ করেছে, স্বাধীনতার জন্য যারা লড়েছে, এদেশ গড়তে যারা প্রাণ দিয়েছে, এমন শক্তিকে সাপোর্ট করা প্রয়োজন। মূল্যবান ভোটটি সেই দলকে দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে পরাভূত করতে সককে ঐক্যবদ্ধ হতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দিয়ে দেশকে বাঁচাতে হবে। এটা দেশের সুনাগরিকের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের আত্মাকে শান্তি দিতে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, দেশকে বাঁচাতে, দেশের উন্নয়ন ঘটাতে ধানের শীষের বিকল্প নেই। ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট একারণেই আমরা চাই।”
নির্বাচনে জয়ী হলে তিনি সকল মানুষকে নিয়ে বৈষম্যহীনভাবে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন। এছাড়াও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের কথা বলেন তিনি।


