নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র মাহে রমজানে দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা আপনারাও আছে, কিন্তু একা সেই কাজটি কষ্টসাধ্য হতে পারে। তাই তরুণের যুবকদের নিয়ে গঠিত সংগঠন “আহারের ফেরিওয়ালা” করবে আপনার কাজ, এক্মুঠ আহারের খোঁজে। আপনার যাকাত বা ফেতরা ও যেকোন দান সঠিক অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে পৌছে দিবে আহারের ফেরিওয়ালা। আপনার সাধ্যমত দান করুণ।
‘মাহে রমজানকে সামনে রেখে
কিছু মানুষকে ইফতার সামগ্রী
দিতে আপনি আমাদের পাশে থাকুন……!
আপনাদের সহযোগিতায় কামনা করছি
বিকাশ/রকেট; 01989098530‘