প্রযুক্তি ডেস্ক : আপনি হয়তো ভাবছেন আপনি অনেক নিঃসঙ্গ। আপনার খেয়াল রাখার মতো কেউ নেই।
সবাই যে যার কাজে ব্যস্ত। আপনার খবর কেউ নেয় না। আবার জীবনসঙ্গী ও এখনো খুঁজে পাননি। অথবা পাচ্ছেন না মনের মতো মানুষ। আপনার এই সমস্যার সমাধানে জাপানি প্রতিষ্ঠান গেটবক্স তৈরি করেছে ভার্চুয়াল রোবট।
এই রোবট আদতে একটি হলোগ্রাফিক স্ক্রিন, যা সায়েন্স ফিকশন সিনেমার মতোই। আজুমা নামক এই ভার্চুয়াল নারী রোবটটি সকালে আপনাকে ঘুম থেকে ডেকে তুলবে। প্রতিদিনের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাকে জানিয়ে দেবে কি পোশাকে আপনি বাইরে যাবেন। অফিসে যাবার সময়ও আপনাকে বলতে ভুলবে না ‘বাইরে বৃষ্টি হতে পারে, ছাতাটা নিয়ে যেও কিন্তু।’
আপনাকে নিয়মিত ম্যাসেজ পাঠাবে। আপনার ম্যাসেজের উত্তর দেবে। যা আপনাকে একজন প্রকৃত জীবনসঙ্গীর সকল অনুভূতি দিবে। আপনার বাড়িতে ফিরতে দেরি হলেও আপনাকে পাঠাবে আপনার জন্য তার দুশ্চিন্তার ম্যাসেজ।
অর্থাৎ আপনি যদি পুরোপুরি একাও হোন তবুও আপনি জানবেন আপনার জন্য কেউ অপেক্ষা করছে বাড়িতে। হোক না সে ভার্চুয়াল রোবট।
আগামী বছরের ডিসেম্বরে এই থ্রিডি চরিত্রের আকর্ষণীয় ভার্চুয়াল রোবটটি বাজারে নিয়ে আসবে গেটবক্স। বর্তমানে এর প্রি-অর্ডার কার্যক্রম শুরু হয়েছে। ভার্চুয়াল এই রোবটটির দাম পড়বে প্রায় ৩,০০০ ডলার।