আপন জুয়েলার্সের মালিকের সব ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক : আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের দেশে-বিদেশি  সব ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বৃহস্পতিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে বাংলাদেশ ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান সই করা ওই চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে বলে শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের লেনদেন স্বচ্ছ নয় বলে প্রাথমিক তথ্য রয়েছে। তিনি স্মাগলিং কিংবা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কি না এগুলো খতিয়ে দেখা হচ্ছে। দিলদার আহমেদের দেশ ও বিদেশের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সব তথ্য চাওয়া হয়েছে চিঠিতে।

গত ২৮ মার্চ দ্য রেইন ট্রি হোটেলে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধুরা। গত শনিবার রাতে ভুক্তভোগীদের একজন বনানী থানায় আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। সাফাত ছাড়াও ওই মামলার অন্য আসামিরা হলেন- নাঈম আশরাফ (৩০), সাদমান সাকিফ (২৭), সাফাতের গাড়িচালক বিল্লাল (২৬) ও অজ্ঞাতনামা দেহরক্ষী।