
আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও চলছে বলে আবারো জানালেন পররাষ্ট্রমন্ত্রী।
আফ্রিকা সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তালেবান ক্ষমতা দখলের আগেই, চট্টগ্রামের এশিয়ান ইউনির্ভাসিটি অব উইমেনের ১৬০ জন আফগান শিক্ষার্থী স্বদেশে ফিরেছিলেন ছুটি কাটাতে। তাদের সঙ্গেই দেশটিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের একটা অংশ দেশে ফেরার কথা শোনা যাচ্ছিল গত বুধবার থেকে।
সেই বিশেষ ফ্লাইট এসে পৌঁছে নি বৃহস্পতিবারও। এর মাঝেই এদিন সন্ধ্যায় কাবুল বিমানবন্দর এলাকায় দফায় দফায় বিস্কোরণ ঘটে।
যদিও, কাবুল বিমানবন্দরে আটকে পড়া ১০ বাংলাদেশির সবাই নিরাপদ আছেন বলে জানান পররাষ্ট্র সচিব মাশফি বিনতে শামস।