আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা ও পররাষ্ট্র মন্ত্রণালয় আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে আরো ৩ হাজার সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে।
একই প্রস্তাবে আফগানিস্তানে তালেবান নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানোর কর্তৃত্ব সামরিক নেতাদের হাতে দিতে বলা হয়েছে।
মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো এ প্রস্তাব অনুমোদন করেননি। তবে তারা আরেকটি অনুরোধের কথা জানিয়েছেন। ন্যাটোর অন্য সদস্য দেশগুলো থেকে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার সেনা পাঠাতে অনুরোধ করা হয়েছে।
বর্তমানে আফগানিস্তানে ন্যাটোর ১৩ হাজার সেনা রয়েছে এবং এর মধ্যে ৮ হাজার ৪০০ যুক্তরাষ্ট্রের সেনা।
আফগানিস্তানে তালেবান ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শেষ হয়েছে ২০১৪ সালে। তবে বিশেষ বাহিনীর সদস্যদের সেখানে রাখা হয়েছে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহায়তা দেওয়ার জন্য।
আফগানিস্তানে মার্কিন সেনাদের কমান্ডার জেনারেল জন নিকোলসন দ্রুত একটি সমাধানে পৌঁছাতে তার সরকারের কাছে আরো সেনা চেয়েছেন।
এদিকে, গত মাসে আফগানিস্তানে ‘বসন্ত সংঘাত’ শুরুর ঘোষণা দেয় তালেবান। এরপর দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে তাদের হামলায় ১৩৫ আফগান সেনা নিহত হন।
তালেবান জানিয়েছে, রাজনৈতিক ও সামরিক কৌশল ব্যবহার করবে তারা এবং তাদের হামলার প্রধান লক্ষ্য হবে বিদেশি বাহিনীর সদস্যরা।
আফগানিস্তানে যুদ্ধের নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধে সেনাদের সংখ্যা কত হবে তা হোয়াইট হাউস নয়, পেন্টাগন নির্ধারণ করবে।
২৫ মে ব্রাসেলসে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে আফগানিস্তান বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
আগের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে সেনাদের সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছিল হোয়াইট হাউস থেকে। এ ছাড়া হামলার লক্ষ্যবস্তুও ঠিক করে দিত হোয়াইট হাউস। আফগানিস্তান থেকে পুরোপুরো সেনা প্রত্যাহার করতে চেয়েছিলেন ওবামা।


