আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে পাঁচ নারী নিরাপত্তাকর্মী অজ্ঞাত বন্দুকধারী গুলিতে নিহত হয়েছেন।
বিবিসি অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
কান্দাহার গভর্নরের মুখপাত্র সামিম আখালওয়াক জানিয়েছেন, শনিবার সকালে বিমানবন্দরে কাজে যাচ্ছিলেন ওই চার নারী। এ সময় দুই হামলাকারী মোটরসাইকেলযোগে এসে তাদের বহনকারী গাড়িতে গুলি চালায়।
ঘটনাস্থলে পাঁচ নারী ও তাদের বহনকারী গাড়ির চালক নিহত হন। বিমানবন্দরে নারী ভ্রমণকারীদের তল্লাশির কাজ করতেন নিহত পাঁচ নারী।