আফগানিস্তানে পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন।

আফগানিস্তান ও পাকিস্তান পৃথিবীর শুধু দুটি দেশ যেখানে স্থানীয় পর্যায়ে পোলিওতে এখনও অনেক মানুষ আক্রান্ত হয়।

মার্চের হামলার দায় তালেবান অস্বীকার করেছিল। তবে আফগানিস্তানের রক্ষণশীল গোষ্ঠীগুলো টিকা কার্যক্রমের বিরোধী। সশস্ত্র গোষ্ঠীগুলো একাধিকবার স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, পশ্চিমারা গুপ্তচরবৃত্তি চালানোর জন্য স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করছে।

সূত্র : আল জাজিরা