আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে । রোববার ভোরে জাবুল প্রদেশের শের এ সাফা জেলায় এ ঘটনা ঘটে।
জাবুল প্রদেশের গভর্নরের মুখপাত্র গুল ইসলাম সেয়াল জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি কাবুল থেকে কান্দাহার যাচ্ছিল। কাবুলে যাওয়ার মহাসড়কটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনায আরো ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। এদেরকে দক্ষিণের শহর কান্দাহারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনার জন্য বাস ও ট্যাংকারের দুই চালকই দায়ী। তারা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল।
প্রসঙ্গত, গত মে মাসে গজনী প্রদেশে বাস ও ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় ৫২ জন নিহত হয়েছিল।