আফগানিস্তানে সেনা অবস্থান দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন ছিল না: বাইডেন

দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে কাবুল থেকে সর্বশেষ মার্কিন সেনার প্রত্যাবর্তনের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন বলেন, সেনা অবস্থান দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন ছিল না। বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে উল্লেখ করে মঙ্গলবারের ভাষণে বাইডেন বলেন, ‘যুদ্ধটা অনন্তকাল চালিয়ে যেতে চাইনি আমি। তেমনি অনন্তকালের জন্য সেখান থেকে আমরা চলে আসিনি। আফগানিস্তান বিষয়ে নেওয়া সিদ্ধান্ত শুধু আফগানিস্তান নিয়ে নয়। অন্য দেশ পুনর্গঠনে বড় ধরনের সামরিক অভিযান যুগের সমাপ্তি। এটাই সঠিক সিদ্ধান্ত। আমেরিকার জন্য সবচেয়ে ভাল সিদ্ধান্ত।’

ভাষণে তালেবানের শাসন থেকে মুক্তি পেতে চাওয়া এক লাখ ২০ হাজার আফগানকে কাবুল থেকে সরিয়ে আনার কাজ সম্পন্ন করার জন্য মার্কিন সেনাদের ধন্যবাদ জানান বাইডেন।