আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের ঘোর প্রদেশে অপহরণের একদিন পর খুন হয়েছে ৩০ বেসামরিক ব্যক্তি। মঙ্গলবার ফিরোজকোহ জেলায় এ ঘটনা ঘটে।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক কমান্ডারের মৃত্যুর প্রতিশোধ নিতে রাতে সন্দেহভাজন আইএস যোদ্ধারা ওই ব্যক্তিদের হত্যা করেছে। এদের মধ্যে শিশুও রয়েছে।
প্রদেশটির গভর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতিবি বলেছেন, ‘ গতকাল (সোমবার) এক অভিযানে আফগান পুলিশ ঘোর প্রদেশে দায়েশের (আইএস) এক কমান্ডারকে হত্যা করেছিল। এর প্রতিশোধ নিতে দায়েশ যোদ্ধারা প্রাদেশিক রাজধানীর কাছ থেকে ৩০ বেসামরিক ব্যক্তিকে অপহরণ করে এবং তাদের সবাইকে গুলি করে হত্যা করেছে।’
ঘোরের গভর্নর মোহাম্মদ নাসির খাজ জানিয়েছেন, বুধবার সকালে স্থানীয়রা মৃতদেহগুলোরে খোঁজ পেয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
আব্দুল হাই খাতিবি জানিয়েছেন, যে গ্রুপটি এ অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত, তারা এক বছর আগে তালেবানের পক্ষ ত্যাগ করে আইএসে যোগ দিয়েছিল।