আফ্রিকা সফর স্বপ্নের মতো কেটেছে বিরাটের

ক্রীড়া ডেস্ক: অধিনায়ক হিসেবে এক সফরে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন বিরাট। ডানহাতি এ ব্যাটসম্যান ১৪ ইনিংসে করেছেন ৮৭১ রান। এ রেকর্ড গড়তে কোহলি পিছনে ফেলেন অ্যালন বোর্ডার (১৪ ইনিংসে ৭৮৫) ও অ্যালিস্টার কুককে (১৩ ইনিংসে ৭৬৯)। কোহলির উপরে রয়েছেন কেবল গ্রায়েম স্মিথ। ইংল্যান্ড সফরে ১৬ ইনিংসে ৯৩৭ রান করেছিলেন স্মিথ।

ব্যাট হাতে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার ব্যাটিং, আগ্রাসন এবং শারীরিকভাষা সবকিছুই টপ ক্লাস। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী মাতলেন কোহলি বন্দনায়।


আনন্দবাজারে এক কলামে গাঙ্গুলী লিখেছেন,‘দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যে একজনের কথা যদি আলাদা ভাবে বলতেই হয়, সে নিশ্চিত ভাবে বিরাট কোহালি। শুধু ব্যাটিংয়ের জন্যই নয়, দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার জন্যও বিরাটের কথা বলতে হবে। বিশেষ করে ওয়ান্ডারার্সে যে ভাবে সামনে থেকে নেতৃত্ব দিল দলকে, সেটা পুরো সফরে প্রভাব ফেলে গেল। এই ধরনের পারফরম্যান্সের পরে টিমের বাকিরাও বিশ্বাস করতে শুরু করে যে তারা অন্য টিমের চেয়ে ভালো এবং শক্তিশালী। কঠিন পিচে বিরাটের ইনিংস শুধু রানের সংখ্যাতেই মাপলে চলবে না।’

‘বিরাটের শরীরী ভাষা এবং মানসিকতা বাকি সফরের রংটাই বদলে দেয়। ব্যাটিংকেও সম্পূর্ণ অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বিরাট। ওকে দেখে এ বার ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সফরে ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী হওয়াই যায়। আমার মনে হয়, বিরাটের এই টিম ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা রাখে। যেটা যে কোনও সফররত দেশের কাছে সব চেয়ে কঠিন চ্যালেঞ্জ।’- যোগ করেন গাঙ্গুলী।


পুরো দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে গাঙ্গুলীকে। দল যেভাবে টেস্ট সিরিজ হারের পর ঘুরে দাঁড়িয়েছে সেই কথাও বলেছেন গাঙ্গুলী,‘যে সফরটা শুরু হয়েছিল কঠিন চ্যালে়ঞ্জের মধ্যে দিয়ে, সেটাই ভারতের জন্য দারুণ ভাবে শেষ হল। মাথা উঁচু করেই দেশে ফিরছে বিরাট কোহালির টিম। যে কেপ টাউন টেস্ট হেরে ভারতীয়দের সিরিজ শুরু হয়েছিল, সেখানেই টি-টোয়েন্টি ম্যাচটা জিতে শেষ করল দল। টেস্ট সিরিজ হারের পরে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ জেতাটা কিন্তু দারুণ কৃতিত্বের।’

বল হাতে ভারতের সাফল্যের কারিগর ছিলেন ভুবনেশ্বর কুমার ও জসপ্রিত বুমরাহ। দারুণ বোলিংয়ে দুই পেসার ছিলেন দুর্দান্ত। তাদের নিয়েও আলাদা করে কথা বলেছেন গাঙ্গুলী,‘এই সফরে দেখলাম ভুবনেশ্বর কুমার এবং জসপ্রিত বুমরাহ দারুণ উন্নতি করেছে। দ্বিতীয় জন কিন্তু ভারতীয় পেস বোলিংয়ের সম্পদ হয়ে উঠবে ভবিষ্যতে। ভুবিকে নিয়ে বলব, সব রকম ফরম্যাটেই ও নির্ভরযোগ্য হয়ে উঠেছে। মাঠের মধ্যে ওর মানসিকতা বাকিদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। সব মিলিয়ে ভুবনেশ্বর একটা কমপ্লিট প্যাকেজ।’