বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগের সেক্রেটারি ড. মুফতি খলিলুর রহমান মাদানীর সম্মানিত পিতা আবদুল জাব্বার তরফদার হৃদরোগে আক্রান্ত হয়ে ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় ৯৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৬ পুত্র ও ৭ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৮ নভেম্বর বাদ জুমাআ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়নগর মাদানী ফাউন্ডেশন ময়দান জানাযা শেষে তাঁকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
শোকবাণী
জনাব আবদুল জাব্বার তরফদার-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৭ নভেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, জনাব আবদুল জাব্বার তরফদার-এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন অভিভাবক ও শুভাকাক্সক্ষীকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে গিয়েছেন। তিনি একজন গুণী ও পরহেযগার মানুষ ছিলেন এবং অনাড়ম্বর জীবন-যাপন করতেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাঁর ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিন এবং তাঁর নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।