মানিকগঞ্জ প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল থাকায় সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক মো. ফরিদুল ইসলাম জানান, সকাল থেকেই বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে নদীতে প্রচণ্ড ঢেউ হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে এই রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে লঞ্চ চলাচল শুরু হবে। এই রুটে ৩২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হয়।
এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ঘাটে এসে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।


