
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরফিন রুমি। ২০০৮ সালে সঙ্গীতের জগতে পা দেয় এই গায়ক। ভক্তদের উপহার দিয়েছে অসংখ্য মনমাতান গান। নিয়মিত গানের পাশাপাশি ইসলামিক গানও প্রকাশ করতে দেখা যায় তাকে। ইসলামিক গান গেয়ে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
ভক্তদের জন্য আবারও সুখবর পবিত্র মাহে রমজান উপলক্ষে তিনটি ইসলামি গান প্রকাশ করেছেন আরফিন রুমি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালকও করেছেন তিনি।
রোববার (২ মে) নিজের ইউটিউব চ্যানেলে রুমি প্রকাশ করেন চলতি সময়ে নিজের তৃতীয় ইসলামিক গান ‘তোমার ধ্যান’। এর আগে ১৮ এপ্রিল একই ইউটিউবে চ্যানেলে তিনি প্রকাশ করেছিলেন এবারের প্রথম ইসলামিক গান ‘রামাদান’। এছাড়া ৯ এপ্রিল প্রকাশ করেছিলেন ‘নামাজের বেলা যায়’।
রুমির এই তিনটি ইসলামিক গান নিয়ে তার ভক্তদের মাঝে বেশ আগ্রহ দেখা গেছে। সবাই গানগুলো শুনছেন এবং রুমির কাজের প্রশংসা করছেন।