আবারও উপেক্ষিত সাকিব

ক্রীড়া ডেস্ক : এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের আরেকটি ম্যাচ। আবারও উপেক্ষিত সাকিব আল হাসান। আজও বাংলাদেশি অলরাউন্ডারকে ছাড়াই দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলছে গৌতম গম্ভীরের দল।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় দিনের প্রথম এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে দিল্লি। সবশেষ ম্যাচ থেকে কলকাতা দলে একটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার-নাইল। বাদ পড়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কায় বাংলাদেশের শেষ টি-টোয়েন্টির পরদিনই কলকাতার প্রথম ম্যাচের আগে রাজকোটে দলের সঙ্গে যোগ দেন সাকিব। তবে সাকিবকে দলে রাখেনি কলকাতা। তাকে দলে রাখেনি পরের তিন ম্যাচেও। আজ সেখানে যোগ হলো আরেকটি ম্যাচ।

চার ম্যাচে তিন জয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে কলকাতা। তিন ম্যাচে দুই জয়ে কলকাতার পরেই আছে দিল্লি।