আবারও একসঙ্গে যশ-নুসরত

টলিউড পাড়ায় অনেক সমালোচনা চলছে যশ-নুসরত- কে নিয়ে। যশের জন্যই সংসার ভাঙ্গতে চলেছে নুসরাতের, এমন কথাও শোনা গিয়েছিল। যদিও সেসব এখন অতীত।

নিজের ইনস্টাগ্রামে কফির কাপের ছবি শেয়ার করেছেন যশ। স্টোরিতে শেয়ার করা ছবি ট্যাগ দিয়েছেন নুসরাতকেও। নুসরতের কফি খাওয়ার সঙ্গী যে যশ, সে কথা বুঝতে বাকি নেই কারও। ক্যাপশনে যশ লিখেছেন, প্রথম ধাপে কফি হলে পরের ধাপে কী?

এই প্রশ্ন উস্কে দিয়েছেন স্বয়ং নুসরত। কারণ তাঁর কথায়, ‘অনেক কিছু’ ঘটে যেতে পারে কফির চুমুকে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথাই বলেছেন নুসরত।

নেটিজেনরা মনে করছেন, প্রকাশ্যে ছবি শেয়ার না করলেও একসঙ্গে কফির কাপে ঝড় তুলেছেন নুসরাত-যশ। একসঙ্গে ছবি শেয়ার না করলেও একে অপরের পোস্টে কমেন্টস করেছেন মাঝে মধ্যেই।

অনেকেই ধারণা করেছিলেন আলাদা দলে যোগ দেওয়ার কারণে ভাঙন ধরতে পারে নুসরাত-যশের বন্ধুত্বে। কিন্তু সে কথা সর্ম্পূণ ভুল প্রমাণীত করলেন তারা।