
২০১৫ সালে একসঙ্গে বড়পর্দায় দেখা গিয়েছিল এই তারকাদের। ‘হিরোগিরি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার দেব।
আবারও বড়পর্দা মাতাতে আসছে মিঠুন ও দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স ও বেঙ্গল টকিজের নতুন সিনেমায় অভিনয় করবেন তারা। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন দেব। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন অভিজিৎ সেন।
দেব-মিঠুন দুজনই বর্তমানে ব্যস্ত আছে পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন নিয়ে। তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে নেমেছেন দেব। আর বিজেপির হয়ে ভোট চাইছেন মিঠুন।
এ ছাড়া স্টার জলসার রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়ার’-এ একসঙ্গে দেখা যাচ্ছে দেব ও মিঠুন চক্রবর্তীকে।