
‘জব উই মেট’-এর দ্বিতীয় ভাগ তৈরি করার কথা ভাবছেন করিনা কপুর খান। তবে নিজেকে আর নায়িকা ‘গীত’ চরিত্রে দেখতে চান না তিনি। ভাটিন্ডার হাসিখুশি, প্রাণোচ্ছ্বল ‘শিখনি’-র চরিত্রে অন্য একজনকে ভেবে ফেলেছেন ‘জব উই মেট’-এর অভিনেত্রী।
নতুন গীত হিসেবে ‘জব উই মেট’-এর দ্বিতীয় ভাগ তৈরি হলে কুশা কপিলাকে গীত হিসেবে চান করিনা। কুশা বিভিন্ন ধরনের ভিডিয়ো তৈরি করেন। একটি ওয়েবসাইটের সঙ্গেও যুক্ত তিনি। নেটমাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও অনেক।
সম্প্রতি কুশা ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। গীত দক্ষিণ দিল্লির মেয়ে হলে সে কী রকম আচরণ করত, তা নিজের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। ইমতিয়াজ আলি পরিচালিত ২০০৭-এর এই ছবির কিছু বিখ্যাত সংলাপ নিজের মতো করে সাজিয়ে নতুন ভাবে পেশ করেছেন নেটাগরিকদের সামনে। কুশার অভিনয়ে মুগ্ধ হয়ে পোস্টে করিনা কমেন্ট করেন, ‘কুশা কপিলাকে নিয়ে জব উই মেট ২ তৈরি করার আবেদন জানাচ্ছি’।
কিন্তু গীতের আদিত্য হবে কে? মাঝখানে কেটে গিয়েছেন ১ যুগেরও বেশি সময়। মিষ্টি আদিত্যের চরিত্রে অভিনয় করা শাহিদের পরিচিতি এখন পোড় খাওয়া প্রেমিক ‘কবীর সিং’ হিসেবেই বেশি। তবে কি নতুন আদিত্যের কথাও ভাববেন করিনা?
তবে নতুন গীতের বিষয়ে নেটাগরিকরা একমত হয়েছেন করিনার সঙ্গে। কুশা অভিনীত গীতের শহুরে অবতার মনে ধরেছে তাদেরও। এমনকি পরিচালক ইমতিয়াজ আলিও কুশার এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম শেয়ার করতে দেখা গেছে।
এখন সেটাই দেখার পালা সত্যিই কি ‘জব উই মেট ২’ হবে। দর্শকরা কি দেখা পাবেন নতুন গীতকের।