
বরাবরই স্বাস্থ্য সচেতন বরুণ ধাওয়ান। অভিনয়ের পাশাপাশি প্রথম থেকেই ফ্যানদের নজর কেড়েছে বরুণের সুগঠিত শরীর। প্রতিটি ছবিতে নিজের অভিনয়ের সঙ্গে উন্নত করে চলেছে নিজের ফিটনেস।
প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন শরীরচর্চার ভিডিও পোস্ট করেন দেখা যায় বরুণকে। বরুণের শরীরচর্চার সেইসব ভিডিও-তে মুগ্ধ তার ভক্তরা।
সম্প্রতি, ফের শিরোনামে উঠে এসেছে বরুণের একটি নতুন শরীরচর্চার ভিডিও। ‘ভেড়িয়া’ ছবির শ্যুটিংয়ের জন্য অরুণাচল প্রদেশে রয়েছেন এই তারকা। সেখানে ছবির শ্যুটিংয়ের ফাঁকেই চলছে জোরকদমে শরীরচর্চা। মাল্টিজিমে যাওয়ার সুযোগ না থাকলেও পরোয়া নেই বরুণের। ‘আউটডোর সেশন’-এক্সারসাইজ বেছে নিয়েছেন তিনি। মজেছেন স্প্রিন্ট,ফ্রি হ্যান্ড এক্সারসাইজথেকে শুরু করে ডাম্বল,কেটলবল সহ বিভিন্নধরণের শরীরচর্চায়।
অরুণাচলের মতো সুন্দর পরিবেশে আউটডোর এক্সারসাইজ সেশনে ব্যস্ত তিনি। শরীরে রয়েছে স্রেফ জিম ট্র্যাকসের সঙ্গে কালো জিম স্নিকার্স। এক মনে করে চলেছেন ‘ফ্লো এক্সারসাইজ’। ভিডিওটি ইতিমধ্যে ভাইরাল নেট পারায়।