আবারও পাঁচ বছরের চুক্তিতে মেসি

ক্রীড়া ডেস্ক: চুক্তি নবায়ন চূড়ান্ত করতে আগামী মাসেই বার্সেলোনায় আসছেন মেসির বাবা। সব কিছু ঠিক থাকলে মে মাসেই বার্সার সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে সই করবেন আর্জেন্টাইন সুপারস্টার। এমনটাই জানিয়েছে স্প্যানিশ রেডিও কেদেনা এল লারগুয়েরো।

বার্সার সঙ্গে মেসির চলমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নতুন বন্ধনে বাঁধতে চায় কাতালান ক্লাবটি। নতুন চুক্তি সম্পন্ন হলে ২০২২ সাল পর্যন্ত ক্যাম্প ন্যুতে থাকবেন মেসি।

বিশ্বকাপ বাছাইয়ে কয়েকদিন আগে চিলির বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অপেশাদার আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন মেসি। এছাড়া ক্লাব বার্সেলোনার হয়ে পাঁচটি হলুদ কার্ড দেখায় গ্রানাডার বিপক্ষে ম্যাচেও নিষিদ্ধ ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক।এমন দুঃসময়েই তার নতুন চুক্তি নিয়ে গুঞ্জন উঠেছে।

ইতিমধ্যেই বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন বার্সার আক্রমন ভাগের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ ও নেইমার। এবার অপেক্ষা মেসির। আর্জেন্টিনা তারকার চুক্তি সম্পন্ন হলে এমএসএন ত্রয়ীকে আরও কিছু মৌসুমে এক সঙ্গে দেখতে পাবেন ভক্তরা।

২০০৪ সালে বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় মেসির। বার্সার হয়ে ৫৭৩ ম্যাচে ৪৯৭ গোল করেছেন তিনি। কাতালান ক্লাবটির হয়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন মেসি।