আবারও প্রেম পড়েছেন শ্রাবন্তী

কিছুদিন আগেই তৃতীয় সংসার ভাঙার খবর শোনা গেছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙতে না ভাঙতেই আবার নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই অভিনেত্রী।

নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী। এরমধ্যেই খবর এলো আবারও ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেম পড়েছেন তিনি।

সম্পর্কের বাইরে শ্রাবন্তী খুব কমই ছিলেন। এক সম্পর্ক ভাঙার কিছুদিনের মধ্যেই আবারও প্রেমে জড়ান তিনি। এবারও তেমনটা ঘটল।

একটি বেকারি সংস্থার মালিক শ্রাবন্তীর নতুন প্রেমিক। অভিরূপের সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে এই তখ্য পাওয়া যায়। নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকেও দুজন সম্পর্কের একমাস পূর্তি ঘটা করে পালন করেছেন তারা।

এর আগে ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। তাদের ঘরের সন্তান ঝিনুক। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। একই বছরে তিনি বিয়ে করেন কৃষাণ বিরাজকে। কৃষাণকে বিয়ের এক বছর পরই বিচ্ছেদ হয়েছিল শ্রাবন্তীর। ২০১৭ সালে আলাদা হয়ে যান তারা। এরপর ২০১৯ সালে আবারো রোশান সিংয়ের সঙ্গে বিয়ের পিরিতে বসেন তিনি। কিন্তু তৃতীয় বিয়েও টেকেনি তার। বছর ঘুরতেই পাওয়া যায় আবারও বিচ্ছেদের খবর।

তার নতুন প্রেম অভিরূপ। শ্রাবন্তী ও অভিরূপ থাকেন পাশাপাশি দালানে। প্রতিবেশী হিসেবেই পরিচয়। শুরুতে সাধারণ সম্পর্কই ছিল তাদের মধ্যে। তবে সম্প্রতি কাছাকাছি এসেছেন দুজন।